থাইল্যান্ডে আসন্ন বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
শনিবার (২২ মার্চ) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।
সূত্রগুলো বলেছে, বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানতে চান তারা। জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’, সংখ্যালঘু হিসেবে নয়।