× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মোফাজ্জেল হক মাষ্টার আর নাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৭-১১-১৭)গতকাল সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের আলী আকবর মাষ্টারের পিতা ও দৈনিক ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলুর শ্বশুর কুতুবপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হক নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহ——–রাজিউন)।

তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিলরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি  ৫ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য শুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার মাগরেবের নামাজ-এর পরে গ্রামের ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে  স্থানীয় কবরস্থানে অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হক-এর লাশ দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..