14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

admin
October 10, 2016 8:07 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (০৯/১০/১৬) মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবের অষ্টোমীর দিনে মেহেরপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন |

গতকাল রবিবার রাতে তিনি শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি, মালো পাড়া, হালদারপাড়া, হরিসভা এবং আমঝুপি পূজা মন্ডপ ঘুরে দেখেন| এসময় তিনি মন্ডপের পূরহিত ও ভক্তদের সাথে কথা বলেন ও তাদের কাছে বিভিন্ন বিষয় খোজ খবর নেন| এসময় তিনি ভক্তদের নিরাপত্তার আশ্বাস দেন| পরিদর্শনকালে পুলিশ সুপার পত্নী সালমা আক্তার, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী তার সাথে ছিলেন|

http://www.anandalokfoundation.com/