মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী হারুন-অর রশিদ হত্যা মামলায় একই গ্রামের রহমান আলী (৪৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মূসা এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৮ সালের ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ব্যাবসায়ী হারুন-আর রশিদকে চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রহমান আলী সহ তার লোকজন। ঐদিন রাতেই পার্শ্ববর্তী হলদেপাড়া মাঠে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে সুরুজ আলী বাদি হয়ে ৯ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গোলাম মোহম্মদ ওই ৯ জনকে আসামী করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী হারুন অর রশিদ দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকিদের খালাস প্রদান করেন আদালত।
মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক ও আসামী পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. আব্দুল মতিন ও অ্যাড. ইব্রাহীম শাহীন।