মেহের আমজাদ,মেহেরপুর ( ১৮-১০-১৬)ঃ মেহেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস (পেট্রোবাংলা) পরিচালক এম এ এস ইমনের ৪০ তম জন্মদিন মেহেরপুরে উদযাপন করা হয়েছে। জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন গতকাল মঙ্গলবার রাতে ইমনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন পালন করেন।
এসময় যুগ্ম আহবায়ক আতিক স্বপন, জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক মাহাবুব এলাহী, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার আহবায়ক সাইফুল আজম তাপস, সদস্য শাহারিয়ার ববিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।