মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন উত্তর-দক্ষিন ও পশ্চিম অঞ্চলের পরিবেশক সমিতির চেয়ারপার্সন ও সভাপতি হাসেম আলী সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাদের দু’জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে পরিবেশক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির উপদেষ্টা আলী হোসেন, আজিজুর রহমান, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি আকবর বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক শামিমুল ইসলাম ও বদরুল আলম, সদস্য সুরত আলী, সোমেল রানা, আব্দুর রজ্জাক, সদরুল ইসলাম, জামান প্রমুখ ।
পরে সমিতির পক্ষ থেকে উত্তর-দক্ষিন ও পশ্চিম অঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন ও সদস্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পরিবেশক সমিতির অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।