× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা পরিবেশক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন উত্তর-দক্ষিন ও পশ্চিম অঞ্চলের পরিবেশক সমিতির চেয়ারপার্সন ও সভাপতি হাসেম আলী সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাদের দু’জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে পরিবেশক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির উপদেষ্টা আলী হোসেন, আজিজুর রহমান, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি আকবর বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক শামিমুল ইসলাম ও বদরুল আলম, সদস্য সুরত আলী, সোমেল রানা, আব্দুর রজ্জাক, সদরুল ইসলাম, জামান প্রমুখ ।

পরে সমিতির পক্ষ থেকে উত্তর-দক্ষিন ও পশ্চিম অঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন ও সদস্য সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় পরিবেশক সমিতির অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..