13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

admin
February 22, 2017 6:46 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০২-১৭) একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ।

রাত ১২ টা ১ মিনিটে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল সহ পরিষদের সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এর পর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ সহ মুক্তিযোদ্ধারা, পৌরসভার পক্ষে মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, শহর আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের পক্ষে আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ নেতৃবৃন্দ, উপজেলা সভাপতি জুলফিকার আলী, শহর সভাপতি শেখ আরিফ, কলেজ শাখার সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধাক্ষ্য আসাফ-উদ দৌলা, সরকারী কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে শিক্ষকরা, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টচার্য, জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষে সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির পক্ষে সভাপতি আব্দুল হামিদ-এর নেতৃত্বে জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষে সহকারী পরিচালক বশির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদিচি শিল্পী গোষ্টীর পক্ষে সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি সহ সদস্যরা, ন্যাশনাল আওয়ামী পার্টি, পাবলিক লাইব্রেরী, ব্লাক এন্ড হোইট ব্যান্ড এসোসিয়েশন, সহিত্য পরিষদ, মেহেরপুর থিয়েটার, ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, মেহেপুর ব্যবসায়ী সমিতি, জাগো বাঙালি, জেলা রেডক্রিসেন্ট ইউনিট, মৃত্তিকা গ্রুপ থিয়েটার, অবসর, জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রজন্ম মুজিবনগর, কৃষিবিদ ইন্সিটিউট, শ্রমিক লীগ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বঙ্গবন্ধু শিশু একাডেমী, সুজন, নজরুল একাডেমী, শিল্পকলা একাডেমী, সড়ক বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, আইনজীবী সমিতি, শ্রমিক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, রাসেল স্মৃতি সংঘ, বাস্তহারা লীগ, উপজেলা কৃষকলীগ, আনছার ও ভিডিপি, কৃষিবিদ ইনস্টিটিউশন, গনপূর্ত বিভাগ, জাতীয় মহিলা সংস্থা, জেলা পরিবেশক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ একে একে পুষ্পমাল্য অর্পন করেন।

http://www.anandalokfoundation.com/