× Banner
সর্বশেষ
গবেষণায় বিএনপির ভোট বাড়ায় শঙ্কায় জামায়াতে ইসলামী যৌন হয়রানি প্রতিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন সত্তর শতাংশ মানুষের ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে -এস এম জিলানী ন্যায় ও ইনসাফের পক্ষে বাধ ভাঙা জেয়ার শুরু হয়েছে -জামায়াতে আমীর পাকিস্তানে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে অভূত সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান বাগেরহাটে সেনা অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক তৃতীয় বার জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ গায়ানা নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশ শিশু অপহরণ রোধে হেগ কনভেনশনে পক্ষভুক্ত করার প্রস্তাব অনুমোদন

নারায়ন দেবনাথ

মেটিকুলাস ডিজাইনে জাতীয় সংসদের নির্বাচন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
জাতীয় সংসদের নির্বাচন

নির্বাচন নিয়ে শেখ হাসিনা যতই প্রতিরোধের ডাক দিক না কেন যে করেই হোক বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই অশান্তি হোক না কেন শেখ হাসিনার শেষের দিকের নির্বাচনের মতোই ভোট নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে বলে ঘোষণা আসবে এবং ভোটারের উপস্থিতি ৫০% এর বেশি হবে। শেখ হাসিনা সরকারের পতনের মতোই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেভাবে মেটিকুলাস ডিজাইন করে ডিপস্টেট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল ঠিক সেভাবেই আরও একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা সরকার পতনের মূল পরিকল্পনাকারী জামাতে ইসলামি ক্ষমতায় আসবে।
একটা সময় মনে হয়েছিল বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের সাথে তারেক জিয়ার সখ্যতা বিএনপিকে সখাত সলিলে ডুবিয়ে দেয় উঠে আসে জামাতে ইসলামের নাম।
তবে নির্বাচনে বিএনপির সাথে জামাতের রেজাল্ট আকাশ-পাতাল পার্থক্য হবেনা যাতে প্রয়োজনে জামাতকে পাল্টে বিএনপিকে ক্ষমতায় বসানো যায়। যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে সেই উদ্দেশ্য জামাতের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেই জামাতে ইসলাম বাংলাদেশের ক্ষমতায় বসবে। শেখ হাসিনা সরকার উৎখাতের ব্যাপারে জামাতের সাথেই আমেরিকা চুক্তিবদ্ধ হয়েছিলো যারজন্য ডিপস্টেট জামাতকে ক্ষমতায় বসাতে চায়। সে তুলনায় বিএনপি অনেক পিছিয়ে।
তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবাসনে ভারতের ভূমিকা ছিলো বলে যে কথাটা বাজারে রটেছিল তার বিশ্বাসযোগ্যতা জামাত ক্ষমতায় বসলেই প্রমাণ হয়ে যাবে। বাংলাদেশকে ভারতের ছত্রছায়া থেকে বের করে আনার জন্য আমেরিকা জামাত কে-ই অধিকতর বিশ্বস্ত মনে করেছে। কারণ জামাত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের বিপক্ষে এবং আমেরিকার পক্ষে ছিলো। আর বিএনপি নিজেদেরকে ভারতের বিপক্ষ শক্তি হিসাবে প্রমাণ করতে পারেনি। তাছাড়া বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছে। ফলে তাদেরকে বিশ্বাস করা যায়না।
ডঃইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে সোনাদিয়া দ্বীপ / সেন্টমার্টিন দ্বীপের একটি অংশ / চট্টগ্রাম পোর্টের পরিচালন পর্ষদ / ১২টি বোয়িং এয়ারক্রাফট কেনার চুক্তি / বেশি দামে গম ক্রয়ের চুক্তি / সিএনজি চুক্তি এবং অলিখিত ভাবে অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকার আরও যে সমস্ত চুক্তি রয়েছে যা প্রকাশ হয়নি তার গ্যারান্টি জামাত দিয়েছে বিএনপি সেভাবে দেয়নি।
ভারত আমেরিকার মতো প্রভাব খাটিয়ে সরকার ফেলে দেয়ার পক্ষে নয়। ভারতের চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা হচ্ছে গনতান্ত্রিক পরিবেশে কূটনৈতিক ভাবে সাফল্য অর্জন করা। বাংলাদেশের ক্ষেত্রে ভারত সেটাই করছে। বিএনপি দেশের ভেতরে থেকে আর আওয়ামী লীগ দেশের বাইরে থেকে যে রাজনীতিটা করছে তাতেই সফলতা আসবে। ভারতে বসে শেখ হাসিনা ভারতের প্রত্যক্ষ মদতে এখন যে পরিপক্কতার পরিচয় দিচ্ছে। অতীতে যদি শেখ হাসিনা ভারতের পরামর্শে কাজ করতো তাহলে বাংলাদেশের এই অবস্থা হতোনা।
শেখ হাসিনা এখন ভারতে বসে বিদেশি সাংবাদিকদের সামনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছেন অথচ তার শাসনামলে ঘুনাক্ষরে একবারের জন্যও তিনি হিন্দুদের উপর অত্যাচার অবিচারের কথা তিনি বলেননি। ভারতে বসে যে তিনি অনেক কিছু শিখেছেন তার বক্তৃতায় সেটা বুঝা গেল। তবে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না মুসলিম আওয়ামী লীগের খোলশ ছেড়ে বেরিয়ে আসতে না পারবে ততক্ষন ক্ষমতার ধারে কাছে আসতে পারবেনা।


এ ক্যটাগরির আরো খবর..