14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Ovi Pandey
March 14, 2020 6:16 pm
Link Copied!

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ  বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে অন্যায় ভাবে গ্রেপ্তার করে নির্যাতন এবং মদ ও গাঁজা দিয়ে জেলা প্রশাসকের মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের শাপলা চত্ত্বর এলাকায় এ মানববন্ধন করে সর্বস্তরের সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংবাদিক রাজু মোস্তাফিজ, হুমায়ুন কবির সুর্য, হাসিবুর রহমান হাসিব, এসএম আশরাফুল হক রুবেল।
আরো বক্তব্য রাখেন, স্থানীয় পত্রিকা দৈনিক জাগোবাহের সম্পাদক রেজাউল করিম রেজা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদ দুলাল বোস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব হেলাল আহমেদ, জেলা বিসিডিএস এর প্রতিনিধি উজ্জল চন্দ্র সরকার, আরিফুলের প্রতিবেশি আব্দুস ছাত্তার লিটনসহ অন্যান্য সাংবাদিকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহার করে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তুলে নিয়ে এসে মোবাইল কোর্টে ১ বছরের জেল দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাত ১২টার পর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে তার শহরের চড়ুয়া পাড়ার বাড়িতে যায়। একপর্যায়ে জোড় পুর্বক দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে তার স্ত্রী সন্তানের সামনেই তাকে মারধর করে ধরে নিয়ে যায়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে এনে তাকে ১ বছরের কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা অভিযোগ করেন জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন ও ফেসবুকে লেখার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
সাংবাদিক আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার মিতু জানান, শুক্রবার রাত ১২টার দিকে খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ কে বা কারা দরজা ধাক্কাধাক্কি শুরু করলে আমার স্বামী ফোনে স্বজনদের বিষয়টি জানান। এক পর্যায়ে দরজা ভেঙে তারা আমার স্বামীকে মারধর শুরু করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারতে উদ্যত হয়। পরে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি তার বিরুদ্ধে মাদকের অভিযোগে ১ বছরের জেল দেয়া হয়েছে। আমার স্বামী কোন অন্যায় করেনি আমি ন্যায় বিচার চাই।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি ডিসি অফিসের লোকজন সাংবাদিক আরিফুল ইসলামকে নিয়ে এসে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
http://www.anandalokfoundation.com/