13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মার্শমেলো এল এইচটিসিতে

admin
December 12, 2015 12:55 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন ভার্শন মার্শমেলো প্রযুক্তি বাজারে এলেও এখনো অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের ফোনে মার্শমেলো ব্যবহার করেনি। সর্বপ্রথম গুগল নেক্সাস তাদের ফোনে মার্শমেলো ব্যবহার করে। এবার এইচটিসি তাদের নতুন ফোন আনলো যাতে ব্যবহার করা হয়েছে মার্শমেলো। ফোনটির মডেল ওয়ান এ৯।

৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে আছে ৩ জিবি র‌্যাম। এর প্রসেসর ৬১৭ অক্টাকোর। ফোনটিতে বিল্ট ইন মেমোরি রয়েছে ৩২ জিবি। ব্যবহার করা যাবে ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড।

১৩ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি প্রেমিদের জন্য আছে ৪ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে। মেটাল বডির ফোনটির বাজার মূল্য ২৯ হাজার ৯৯০ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩৫ হাজার টাকা।

http://www.anandalokfoundation.com/