× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

মার্শমেলো এল এইচটিসিতে

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন ভার্শন মার্শমেলো প্রযুক্তি বাজারে এলেও এখনো অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের ফোনে মার্শমেলো ব্যবহার করেনি। সর্বপ্রথম গুগল নেক্সাস তাদের ফোনে মার্শমেলো ব্যবহার করে। এবার এইচটিসি তাদের নতুন ফোন আনলো যাতে ব্যবহার করা হয়েছে মার্শমেলো। ফোনটির মডেল ওয়ান এ৯।

৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে আছে ৩ জিবি র‌্যাম। এর প্রসেসর ৬১৭ অক্টাকোর। ফোনটিতে বিল্ট ইন মেমোরি রয়েছে ৩২ জিবি। ব্যবহার করা যাবে ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড।

১৩ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি প্রেমিদের জন্য আছে ৪ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে। মেটাল বডির ফোনটির বাজার মূল্য ২৯ হাজার ৯৯০ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩৫ হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..