× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

মার্চের মধ্যে একই নম্বরে সব অপারেটরের সুবিধা

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ যে কোনো একটি মোবাইল নম্বর ব্যবহার করে সব মোবাইল অপারেটরের সুবিধা চালু করতে উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই সুবিধাটিকে ইংরেজীতে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) বলা হয়। ২০১৬ সালের মার্চ মাসের মধ্যেই এই সেবা চালু করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব অনুযায়ী, অপারেটর বদল করতে সর্বোচ্চ ৩০ টাকা (ট্রান্সফার ফি) খরচ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে, অর্থ মন্ত্রণালয় ট্রান্সফার ফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একবার অপারেটর পরিবর্তন করলে অন্তত ৪০ দিন ওই অপারেরটরের সেবা গ্রহণ করতে হবে। বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সচিব ফইজুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এমএনপি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহক তার ব্যবহৃত মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অন্য যে কোনো পছন্দনীয় অপারেটরের সংযোগ ব্যবহার করতে পারবেন। ফলে, কোনো গ্রাহক তার ব্যবহার করা মোবাইল অপারেটরের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেলে একই নম্বর থেকে অন্য অপারেটরের সেবা নিতে পারবেন। প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, মোবাইল সেবা বৃদ্ধিতে অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানো এবং গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..