× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

পিআইডি

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারো নেই -ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অতীতে আমরা দেখেছি মন্ত্রীর এলাকায় প্রয়োজনে-অপ্রয়োজনে অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ হয়, এতে উক্ত জেলার অন্যান্য উপজেলা বঞ্চিত হয়। মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারো নেই—এ ধরনের চর্চা থেকে সরে আসতে হবে।

বিশেষ সহকারী আজ কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ফয়েজ আহমদ পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে উচ্ছেদ অভিযান শুরু করার প্রস্তুতি নিন। পাশাপাশি তিনি পল্লী বিদ্যুৎকে জেলার সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেন। শিল্প মালিকরা যেন বিদ্যুৎ সংযোগ নিয়ে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন। এছাড়া গোমতীতে আগামী শীতকালে ম্যারাথন আয়োজনের নির্দেশনা দেন তিনি। সভায় জেলার এমপিওভুক্ত স্কুলের পরিদর্শন দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। তিনি আসন্ন দুর্গাপূজা উদ্যাপন যেন নির্বিঘ্ন হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি জেলায় চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, কুমিল্লার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..