বিশেষ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মো. আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ২ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী।
আবদুল আজিজ ছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি হলেন—মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আবদুর রহিম মিঞা (৬২)। ছয়জনই পলাতক।
উল্লিখিত আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী তিন ধরনের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১৬ জুন এ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজ (২৮ জুন) দিন নির্ধারণ করা হয়।
গত বছরের ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৪ সালের ২৬ অক্টোবর তদন্ত শুরু করে ২৭ ডিসেম্বর শেষ করা হয়।
ছয়জনের বিরুদ্ধে মোট ছয় খণ্ডে ৮৭৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়। মামলায় ২৫ জন এবং জব্দ তালিকায় তিনজন মিলিয়ে মোট ২৮ সাক্ষী সাক্ষ্য দেবেন।