14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
January 24, 2022 8:28 am
Link Copied!

হোসাইন ইকবাল স্পেন থেকেঃ স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা,  মোহাম্মদ নজরুল ইসলাম (ভিপি রানা) সভাপতি এবং আব্দুররাজ্জাক শিকদার সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ সালের কমিটি নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান আহবায়ক হেমায়েত খান।

গত ১৯ জানুয়ারী আহবায়ক কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের একটি রেস্টুরেন্টে প্রধান আহবায়ক হেমায়েত খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তোতা কাজীর পরিচালিনায় অনুষ্ঠিত সভায় বৃহত্তর ফরিদপুর মাদ্রিদ প্রবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব দিয়ে কমিউনিটি বিনির্মানে কাজ করার আহবান জানিয়ে  আহবায়ক কমিটির পক্ষে আরো বক্তব্য রাখেন আক্কাস আলী, আক্তারুজ্জামান ,বাবলু মৃধা, টিপু সুলতান এবং জহির হুসেন জাকির।

এ ছাড়া ও বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবির হুসেন, ইউনুস আলী, নুরুল ইসলাম,  বিদ্যুৎ কাজী, দীন মোহাম্মদ , আরিফ খান, কাউসার হুসেন, রানা সর্দার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি কে স্পেনে প্রবাসী দের জন্য মডেল সামাজিক সংগঠন হিসাবে প্রতিষ্টার প্রত্যায় ব্যক্ত করেন।

http://www.anandalokfoundation.com/