13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার শিক্ষা সফরকারী দলের দু’ ছাত্র মুজিবনগরে বিএসএফ’র হাতে আটক

admin
January 29, 2016 5:06 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ বগুড়ার শেরপুর উপজেলা থেকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে শিক্ষা সফরে গিয়ে বিপাকে পড়েন সফরকারী শাহানগর ইসলামিয়া মাদ্রাসার ৮৪ জন শিক্ষার্থী ও ৬ জন  শিক্ষক। গতকাল বৃহস্পতিবার শিক্ষা সফরকারী ২ জন ছাত্র মুজিবনগর সীমান্তে কাঁটাতারের বেড়ার ধারে ছবি তুলতে গেলে বিপাকে পড়েন ওই সফরকারী দল।

স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডার রুস্তম আলী ও শিক্ষা সফরকারী দলের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বুধবার দিনগত রাতে ঐতিহাসিক মুজিবনগর সফরের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষক-শিক্ষার্থীসহ ৯০ জনের ওই শিক্ষা সফরকারী দল। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মুজিবনগর পৌঁছান তারা।

সকালের নাস্তা শেষে বেলা ১০টার দিকে সফরকারী দলের সদস্য দুই ছাত্র শেরপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আবুল হাশেম (১৫) ও একই উপজেলার বেওড়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শাহ সুলতান (১৬) পার্শ্ববর্তী ভারত সীমান্তের ১০৫ নং মেইন পিলারের নিকট কাটাতারের বেড়ার ছবি তুলতে যায়। এসময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দু’জনকে আটক করে। খবর পেয়ে মুজিবনগর বিজিবি পতাকা বৈঠকের আমন্ত্রন জানান।

বেলা ১১ টার দিকে সীমান্তের ১০৫ নং পিলারের নিকট পতাকা বৈঠক বসে। এতে ভারতের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের এসি নরেন্দ্রসহ ৫ সদস্যের বিএসএফ দল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর বিজিবি কোম্পানী ক্যাম্প কমান্ডার রুস্তম আলীসহ ৫ সদস্যের বিজিবি দল।

আধা ঘন্টা পতাকা বৈঠক শেষে বিএসএফ মাদ্রাসা ছাত্র আবুল হাশেম ও শাহ সুলতান  বিজিবি’র কাছে ফেরত দেয়। পরে বিজিবি তাদের দু’জনকে মুজিবনগর থানা পুলিশে দেয়। পুলিশ হেফাজতে ওই দু’ছাত্র মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি কামাল হোসেন জানান, বিএসএফ তাদের মারধর করায় তারা আতংকিত ছিলো। চিকিৎসা দিয়ে সুস্থ্য করে বিকেল সাড়ে ৫ টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/