মাদারীপুরে কীর্তিনাশা নদী থেকে তোলা বালু ব্যবসায়কে কেন্দ্র করে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনকি সম্পাদক সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাঁচতে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পায়নি।
শনিবার(৮ মার্চ) বেলা ১১ টার দিকে জেলার সদর উপজেলার খোয়াঁজপুর টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। আটক করা হয়েছে দুইজনকে। নিহত সাইফুল সরদার ও আতাউর সরদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে।
জানা গেছে, অনেক দিন ধরেই মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে সাইফুল সরদার নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা। এই নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় স্থানীয় মো.শাজাহান খান নামের এক ব্যক্তির সাথে। শনিবার বেলা ১১ টার দিকে খোঁয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুলের উপর হামলা চালায় প্রতিপক্ষ শাজাহানের লোকজন। পরে খবর পেয়ে সাইফুলের লোকজনও এগিয়ে আসে। এসময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ও তার ভাই আতাউরসহ ৫ জন গুরুতর জখম হয়। এদের মধ্যে সাইফুল ও তার ভাই আতাউর সরদারের মৃত্যু হয়। গুরুতর আহতরা হলেন, সাইফুলের ভাই অলিল সরদার, প্রতিবেশি মুজাম সরদারের ছেলে পলাশ সরদার, আজিজুল হকের ছেলে তাজেল সরদার। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, খোয়াজপুরের শাজাহান খান লোকজন নিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। বাঁচতে নিহতরা স্থানীয় মসজিদে ঢুকেও শেষ রক্ষা পায়নি। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা (সদর সার্কেল) বলেন, ‘এলাকায় উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। নিহত সাইফুলের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশী টহল ও অভিযান জোড়দার করা হয়েছে। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।’