× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

‘ঢাকা ইসলামি চক্ষু হাসপাতাল’ এর মাদারীপুর শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেটের তৃতীয় তলায় এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। এতে রাজনৈতিক, প্রশাসনিক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদারীপুরে ভাল কোন চিকিৎসা প্রতিষ্ঠান নাই। ইসলামি চক্ষু হাসপাতাল স্বল্প খরচে ভাল চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসায় সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে নিম্ন আয়ের মানুষ ভাল চিকিৎসা সেবা পাবে বলে আসা করছি। কারণ অনেক মানুষ আছে যারা টাকার অভাবে দূরে বা বাইরে কোথাও চিকিৎসা করাতে যেতে পারেন না। এজন্য এখানে একটা ভাল চিকিৎসা প্রতিষ্ঠানের দরকার ছিল। তবে হাসপাতাল একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হলেও সেটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। তাই ইসলামি নাম থাকায় একটা ধর্মীয় বিষয় চলে আসে। এজন্য সকল ধর্মের মানুষ এখানে সঠিক সেবাটা যেন পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাস মালিক সমিতি সদস্য জলিল তালুকদার। এছাড়াও ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ।


এ ক্যটাগরির আরো খবর..