ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১টি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
‘সোনার বাংলা মুজিববর্ষে-সমাজকল্যাণ এগিয়ে চলে’ প্রতিপাদ্যকে সামনে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানা আ’লীগের সম্পাদক ও সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা এমরান আলী, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার, পিআইও ইস্রাফিল হোসেন, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সংগীত গুরু এম কেচৌধুরী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।