মাগুরা প্রতিনিধি ঃ- মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোটব্রিজ এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ চাচাতো ভাই নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মাগুরা সদর উপজেলার দুড়াামতনা গ্রামের আজাদ বিশ্বাসের পুত্র রাজু বিশ্বাস (১৯) এবং আকবর বিশ্বাসের পুত্র লিটন বিশ্বাস (২৫)।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাড়ি ইনর্চাজ আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ছোটব্রিজ এলাকায় ঢাকাগামী মেহেরপুর ডিলাক্স নামের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মটরসাইকেলে ধাক্কা দেয় । ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী রাজু বিশ্বাস নিহত হয়্। গুরুতর আহত মটরসাইকেল চালক লিটন বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে