× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

মাগুরায় নেশাগ্রস্ত স্বামীর হাতে স্ত্রী খুন

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায়  নেশাগ্রস্ত পাষন্ড স্বামীর হাতে আজ রবিবার বিকালে  রেশমা খাতুন (২৫ ) নামে এক গৃহবধূ  খুন হয়েছে । ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের দেড়–য়া গ্রামের খালপাড়ায় । নিহত রেশমা খাতুন দেড়–য়া গ্রামের মৃত ইয়াদ আলী শেখের মেয়ে । এ ঘটনায় পুলিশ নেশাগ্রস্ত  স্বামী আলম ফকিরকে গ্রেফতার করেছে স্বামী।

নিহতের বোন জোসনা খাতুন জানান , সদরের আলীধানী গ্রামের  মোগবুল ফকিরের ছেলে আলম ফকিরের  সাথে ৭-৮ বছর আমার বোনের  বিয়ে হয়  । বিয়ের পর সংসারে আর্থিক অনাটন দেখা দিলে আমার বোন একটি মিলে শ্রমিকের কাজ করত । তার স্বামী  আলম খুব নেশাগ্রস্ত হওয়ায় বিয়ের পর আমার বোনের উপর টাকার জন্য  নানাভাবে নির্যাতন করত । সে বাড়ি  এসে তার নানা রকম নির্যাতন করে  কাছ থেকে প্রায়ই টাকা নিয়ে নেশা করত । এরই সূত্র ধরে রবিবার বিকালে আলম বাড়ি এসে নেশা করার জন্য টাকা চায় কিন্তু রেশমা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার উপর নির্যাতন চালায় । এক পর্যায়ে সে রেশমার গলা টিপে হত্যা  করে  ঘরের ভিতর লাশ ঝুলিয়ে রেখে তার সাত বছরের ছেলে কে নিয়ে পালিয়ে যায় । পরে আমরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে পুলিশ কে খবর দেয় ।

এলাকার প্রতিবেশী রবিউল ইসলাম জানান , আলম ফকির একজন নেশাগ্রস্ত লোক । সে প্রায়ই রেশমার উপর নানা ধরনের অত্যাচার করত । আমরা জেনেছি ,তার নামে কুষ্টিয়া থানায় ডাকাতি মামলা ছিল এবং এ মামলায় সে জেলও খেটেছে ।

সদর থানার ওসি আছাদুজ্জামান জানান , আমি ঘটনাটি শুনে সাথে সাথে ঔ এলাকা পরিদর্শন করেছি । খুনের আসামী আলম ফকির কে পুলিশ তার বাড়ি আলীধানী থেকে গ্রেফতার করেছে । থানায় এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে ।


এ ক্যটাগরির আরো খবর..