বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতি বছর ডেভেলপারদের নিয়ে সম্মেলন করে মাইক্রোসফট। আগামী বছর তিনদিনব্যাপী এই সম্মেলনের দিন ঘোষণা করা হয়। আগামী বছরের ৩০ মার্চ থেকে এবং ১ এপ্রিল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে ‘মাইক্রোসফট বিল্ড’ নামের এই ডেভেলপার সম্মেলন। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সান ফ্রান্সিসকোর মসকন সেন্টারে অনুষ্ঠিতব্য সম্মেলনে উইন্ডোজ ১০, উইন্ডোজ ব্রিজ প্রোগ্রামস, আজুরে, ভিজ্যুয়াল স্টুডিও, নেট এবং হলোলেন্সসহ মাইক্রোসফটের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করা হবে।
সম্মেলনের বিষয়ে মাইক্রোসফটের চিফ ডেভেলপার এভেঞ্জালিস্ট স্টিভেন গুগেনহেইমার টুইটারে সম্মেলনের দিন ঘোষণা করে মাইক্রোসফটের ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলাপ আলোচনার জন্য বিশ্বজুড়ে ডেভেলপারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রযুক্তি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই সম্মেলনে উইন্ডোজ ১০ এর আরো উন্নয়ন এবং একে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সম্মেলনেই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট উইন্ডোজ ১০ রেডস্টোন উম্মুক্ত করা হতে পারে।
এ বছরের মাইক্রোসফট বিল্ড অনুষ্ঠিত হয়েছিল সানফ্রান্সিসকোতে। মার্চের ৩০ তারিখ থেকে এপ্রিলের ১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত তিনদিনব্যাপী সম্মেলনে ডেভেলপারদের উইন্ডোজ ১০ সম্পর্কে জানানো হয়েছিল এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে কাজ করার জন্য ডেভেলপারদের উৎসাহিত করা হয়েছিল।