× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

মহম্মদপুরে মধুমতি নদীতে নৌকা বাইচ উপভোগে দুইপাড়ে মানুষের মিলনমেলা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের ঝামা এলাকায় মধুমতিতে শনিবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুইপাড়ে মানুষের ঢল নামে। প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের পরের দিন মধুমতির ঝামা এলাকায় নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত হয়। সে মোতাবেক শনিবার বিকেলে স্থানীয়রা আয়োজন করেন বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা।

হেমন্তের আকাশজুড়ে মেঘ রোদ্রের লুকোচুরি খেলা। অল্প বাতাসে নদীর বুকে স্বল্প ঢেউ। বিভিন্ন গ্রাম থেকে আমুদে দর্শকরা এসে সমবেত হতে থাকেন নদীর দুইপাড়ে। শিশু-কিশোর, ছেলে-বুড়োসহ সব শ্রেণিপেশার মানুষ দলবেঁধে ছুঁটে এসেছেন আবহমান বাংলার নৌকা বাইচ উপভোগের জন্য। নদীর দুকূলজুড়ে মানুষের ঢেউ। যেন বছর পরে মানুষের মিলনমেলা বসেছে। সবারই অপেক্ষমান চোখ নদীর বুকে; নৌকা বাইচ উপভোগের জন্য।

শুরু হয় হাজার হাজার মানুষের বহূ প্রতিক্ষিত ও কাঙ্খিত নৌকা বাইচ। চড়ন্দারের টং টং ঘণ্টার তালে তালে বাইচাররা হেইয়া হেইয়া ধ্বণিতে নৌকা টানছেন হেলেদুলে। নদীর বুকজুড়ে এক অন্যরকম আবহ তৈরি হয়। আপন মনে দুচোখ ভরে দর্শকরা নৌকা বাইচ উপভোগে মাতেন। বিনোদন পিপাসু অগণিত মানুষ গোটা বিকেলটাকে আনন্দঘণ করে তোলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মাগুরার সদরের কাপাসহাটি গ্রামের আজিজ মোল্যার নৌকা বিজয়ী হয়। নৌকা মালিককে নগদ ৭ হাজার টাকা, একইভাবে দ্বিতীয় হওয়া নৌকা মালিক মহম্মদপুরের হরেকৃষ্ণপুর গ্রামের আতর মোল্যাকে ৫ হাজার টাকা এবং তৃতীয় হওয়া নৌকা মালিক একই উপজেলার কালিশংকরপুর গ্রামের গোলাম কবির মোল্যাকে ৪ হাজার টাকা প্রদান করা হয়।

মেলা কমিটির সভাপতি এম. রেজাউল করিম চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন যমুনা ব্যাংকের পরিচালক (অব.) আনোয়ারুল কবির।


এ ক্যটাগরির আরো খবর..