হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরিশাল উত্তর, পিরোজপুর, পটুয়াখালি ও ভোলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি সঞ্জয় গুপ্ত বলেন, প্রতিদিন ২৮-৩০টা মন্দিরে যাচ্ছি। আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। দাদা (প্রমিথিয়াস চৌধুরী) স্ব উদ্যোগে শ্রীশ্রী জগন্মাতা দুর্গা মন্দির নির্মাণ করেছেন। উন্নয়নের জন্য আমার কাছে কিছুই চাননি কিন্তু এত সুন্দর আয়োজন দেখে মনে চাচ্ছে কিছু একটা করি। জানিনা মা আমাকে দিয়ে কি করাবেন কিন্তু কিছু একটা করবো সেটা ক্রমশ প্রকাশ্য। তবে জগন্মাতা দুর্গা মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্কুল অবশ্যই হবে।
২৯ সেপ্টেম্বর সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে শ্রীশ্রীজগন্মাতা দুর্গা মন্দির মণ্ডপ পরিদর্শনে এসে এমন আশ্বাস দিলেন তিনি।
তিনি আরো বলেন, আমার সবথেকে ভালো লাগছে প্রমিথিয়াস চৌধুরী দাদা নিজের মন্দিরের জন্য কিছু না চাইলেও আমাকে পশ্চিম গোয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দিরে নিয়ে গিয়েছেন।

তিনি না বললে আমি জানতেই পারতাম না, তিনি আমাকে জানালেন এই মন্দিরের বিষ্ণুদেবকে আমার মা প্রতিষ্ঠা করেছিলেন। প্রমিথিয়াস দাদার মত ভালো মানুষের সম্মান রাখতে এবং যেহেতু আমার মায়ের প্রতিষ্ঠা করা মন্দির তাই এই মন্দিরের উন্নয়নে আমি ৫০ হাজার টাকার অনুদান দিতে চাই।
এর আগে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক মন্দিরগুলো প্রদর্শন করার সময় শ্রী শ্রী জগন্মাতা দুর্গা মন্দিরে এসে বলেন, “মনে হচ্ছে ১৫৮ টা পূজা আমি নিজে করছি। সার্বক্ষনিক নিরাপত্তাসহ যাবতীয় সকল কিছু একা সামলাচ্ছি। আপনাদের সুন্দর গোছানো পরিপাটি আয়োজন দেখে খুব ভালো লাগছে”।
এ ক্যটাগরির আরো খবর..