14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মন্দির আঙ্গিনায় ধূমপান বারণে দ্যা নিউজের সম্পাদকের ওপর চড়াও কাওসার গং

রাই কিশোরী
August 12, 2025 3:27 pm
Link Copied!

নিজের গ্রামের বাড়ির ৪০ বছরের পুরনো টিন শেডের দুর্গা মন্দিরের নতুন ভবন তৈরি করছেন দ্যা নিউজ এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। মন্দিরের প্রত্যেকটা পর্ব সনাতন ধর্মের শাস্ত্র মেনে বিধি সম্মতভাবে ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে পালিত হয়। সেই মন্দির আঙ্গিনায় ধূমপান বারণে দ্যা নিউজের সম্পাদকের ওপর চড়াও হয় মোঃ কাওসার, কাইয়ুম, সাইয়ুম।

১১ আগস্ট সোমবার দুপুরে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পশ্চিম গোয়াইল গ্রামে দিনভর মৃত আকবরের ছেলে কাওসার, কাইয়ুম, সাইয়ুম ও তাদের দল ঐ বাড়ীর ভিতর থেকে ধান কিনে মন্দিরের আঙ্গিনায় রেখে ওজন করে বস্তা ভরছিলেন। মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় সম্পাদক দেখেন কাওসার হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে টাকা গুনছে। দ্যা নিউজ ডট কম এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী মন্দিরের সামনে এসে মোঃ কাওসার সিকদারের কাছে গিয়ে বললেন, “তুমি দূরে গিয়ে সিগারেট খেয়ে এসো। মন্দির এলাকায় সিগারেট খাবে না। মন্দির প্রাঙ্গনে ধূমপান থেকে শুরু করে সকল নেশাজাতীয় দ্রব্য বর্জন সেই সাথে সম্পূর্ণ শুচিতা মেনে মন্দির চত্বরে প্রবেশ করতে হয় বাচ্চা থেকে বৃদ্ধ সকলকেই। মন্দির এলাকায় সকল নেশা জাতীয় দ্রব্য বর্জন” । ওরা এই কথাকে গুরুত্ব না দিয়ে সম্পাদককে মন্দিরের সিমানা দেখাতে থাকে।

তারা বলে আমি কি মন্দিরের ভিতরে ঢুকে খেয়েছি নাকি? এখানে খেলে অসুবিধা কি। সেই সাথে নির্মল, প্রভাত নামে বাড়ির বাকিরা বলে, আমরা বলেছি ভিতরে বসে না খেতে। এমন কথোপকথনে কাওসার গং চড়াও হয়ে ওঠে এবং প্রকাশ্যে সম্পাদকে থ্রেট করতে থাকে। কাওসার, কাইয়ুম ও সাইয়ুম একসাথে উল্টো হুমকি ধামকি দিতে শুরু করে । এমনকি একসময়ে কাওসার চড়াও হয়ে আক্রমণ করতে উদ্যত হয়। তারা সকলের সামনে বলতে থাকে, আমাদের চেনেন আমারা কারা? রাস্তায় একা পেলে মেরে হাত পা ভেঙ্গে ফেলে রেখে দেবো অথবা রাতে বাড়ি ঢুকে মেরে দিয়ে আসবো কেউ বুঝতেও পারবে না।

এই ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শী প্রত্যেকে আতঙ্কিত। তারা বলে আমাদের মন্দির এখন এই এলাকার সবচেয়ে সুন্দর মন্দির। এরা যদি আমাদের মন্দির ভাঙ্গে অথবা আপনাকে রাস্তায় একা পেয়ে মেরে ফেলে তখন কি হবে।

পুরো ঘটনা মোঃ কাওসার সিকদারের কাকা সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল সিকদারকে ফোন করে সম্পাদক প্রমিথিয়াস চৌধুরী জানান। তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং দেখবেন বলে কথা দিয়েছেন। বিষয়টি দেখবেন বলে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সমাধান হয়নি দেখে আত্মরক্ষার নিমিত্তে সম্পাদক মহাশয় আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরি করেন। জিডি ট্র্যাকিং নম্বর YWSIW7, জিডি নম্বর ৫৪১।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) বলেন, রাষ্ট্রের ৪টি স্তম্ভের একটি হল মিডিয়া। সেই মিডিয়া কর্মী, দ্যা নিউজ ডটকম এর মালিক প্রমিথিয়াস চৌধুরীর সাথে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটলে সাধারন মানুষ আস্থা হারাবে। আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।

দ্যা নিউজের সম্পাদকের ওপর চড়াও

http://www.anandalokfoundation.com/