× Banner

মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্ট আইনের শাসন রক্ষা করার চেষ্টা করছে

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্ট আইনের শাসন রক্ষা করার চেষ্টা করছে বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার হাইকোর্ট প্রাঙ্গণে মনোনয়ন পত্র গ্রহণের নির্দেশের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন ‘আমি হাইকোর্টের কাছে ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের কাছে যেতে চাই তাদের রায়ের জন্য।’

ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে বঙ্গবীর বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্ট আইনের শাসন রক্ষা করার চেষ্টা করছে।’ যুদ্ধাপরাধীদের বিচারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘শুধু জিঘাংসার কারণে আমাকে সেই সুযোগ দেয়া হয়নি।’


এ ক্যটাগরির আরো খবর..