14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের  কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা

যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার দাবি

প্রধান নির্বাচন কমিশনার-সহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি -অধ্যাপক আলী রীয়াজ

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি চকলেট ঔষুধ এবং কসমেটিক্স সামগ্রী আটক 

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালকের বৈঠক

আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিতদের আগামী ঢাকা সি‌টি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না

admin
December 27, 2019 6:56 pm
Link Copied!

বিতর্কিতদের আগামী ঢাকা সি‌টি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা বি‌ভিন্ন রকম অপক‌র্মে জ‌ড়িত তাদেরকে আমরা মনোনয়ন দিব না। শুক্রবার দুপু‌রে ধানমন্ডির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আ‌য়ো‌জিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (শনিবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপ‌তি‌ত্বে এক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা সেখানে দুই সিটির ১৭২ জন কাউন্সিলর ও মেয়রদের বিষয়ে সিদ্ধান্ত নিব। সেখানে গ্রহণযোগ্য ও ক্লিন ই‌মেজ ব্য‌ক্তিদের মনোনয়ন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ঘোষিত নতুন কমিটির বিষয়ে সেতু মন্ত্রী বলেন, নতুন কমিটিতে ১৫ জন নতুন মুখ এসেছে। কমিটি ঘোষণার পরপরই নতুন চ্যালেঞ্জ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমাদের দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলা হয়েছিল। সেখানে মেয়র পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৪৭৪ জন মনোনয়ন ফরম তুলেছেন। গতকা‌লের (বৃহস্পতিবার) হি‌সেব ম‌তে। আর উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ৩৩৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজকেও সারাদিন মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার সময় থাকবে। আজকেই শেষ দিন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। চল‌বে আজ বিকেল পাঁচটা পযন্ত।

http://www.anandalokfoundation.com/