বিতর্কিতদের আগামী ঢাকা সিটি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা বিভিন্ন রকম অপকর্মে জড়িত তাদেরকে আমরা মনোনয়ন দিব না। শুক্রবার দুপুরে ধানমন্ডির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (শনিবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা সেখানে দুই সিটির ১৭২ জন কাউন্সিলর ও মেয়রদের বিষয়ে সিদ্ধান্ত নিব। সেখানে গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
ঘোষিত নতুন কমিটির বিষয়ে সেতু মন্ত্রী বলেন, নতুন কমিটিতে ১৫ জন নতুন মুখ এসেছে। কমিটি ঘোষণার পরপরই নতুন চ্যালেঞ্জ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। চলবে আজ বিকেল পাঁচটা পযন্ত।