মধুখালী প্রতিনিধি : রোববার দুপুরে মধুখালী উপজেলার সমতল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ও হতদরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় হত দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ভ্যান ও সেলাই ম্যাশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী প্রেসক্লাব যুগ্মসাধারন সম্পাদক শাহজাহান হেলাল, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, আদিবাসী সমিতির সভাপতি নিশিকান্ত সরকার, সাধারণ সম্পাদক পরেশ সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মোট হতদরিদ্রদের মাঝে ৫০টি ভ্যানগাড়ি ও ১০টি সেলাই ম্যাশিন বিতরণ করা হয়েছে