ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীক এর মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। তার নিকটতম প্রতিদ্বন্ধি মির্জা আহসানুজ্জামান আজাউল ঘোড়া মার্কায় ভোট পেয়েছেন ১৮৩৯৪টি।
আজ ৮ই মে রোজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন কঠোর ও কঠিন নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ।
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন মধুখালী উপজেলার ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে । উপজেলার ৭৯ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন । ভোটাররা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ৭৭০৫৯। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে ২৯৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীক এর মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ এর নিকটতম প্রতিদ্বন্ধি মির্জা আহসানুজ্জামান আজাউল ঘোড়া-১৮৩৯৪, হাজী শহিদুল ইসলাম হেলিকপ্টার ১৬৬২৩ ,মাহমুদা বেগম কৃক আনারস-৮০৫২ আবু সাঈদ মিয়া মোটর সাইকেল-৪৬৫৪ ।
ভাইস চেয়ারম্যান পুরুষ চশমা প্রতীকে ৪৫১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহশিন বিশ্বাস কালু এর নিকটতম প্রতিদ্বন্ধি শাহিদুল ইসলাম জাহিদ তালা-২৪৫২৩ , আবুল কাসেম দুলাল টিবয়েলস-৫৬২১, মির্জা ইমরুল কায়েস টিয়াপাখি-১২৫৮। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোর্শেদা আক্তার মিনা কলস মার্কা প্রতিক নিয়ে তিনি ভোট পেয়েছেন- ৫১৯৩০ তার নিকটতম প্রতিদ্বন্ধি ফুটবল প্রতীক শুক্লা ভৌমিক তিনি ভোট পেয়েছেন- ২২৬২৬।
সকল ভোট কেন্দ্রে ভোটাররা ভোট সুষ্ট ও সুন্দরভাবে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে, সেজন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-পুলিশের পাশাপাশি, বিজিবি, ডিএসবি, এপিবিএন, এন. এস. আই. আনসার ও ডিবি পুলিশ ও গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছিল। কোথাও উপজেলার মধ্যে কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উক্ত ফলাফল মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসের নির্বাচন কমিশন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মধুখালী, ফরিদপুর উপজেলা পরিষদ হল রুমের মাধ্যমে ফলাফল জানা যায় । এ সময় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, সহকারী সিনিয়র পলিশ সুপার মধুখালী সার্কেল মিজানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন সহ আরো উপজেলা বিভিন্ন অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।