× Banner
সর্বশেষ
নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা

মধুখালীতে গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে আলোচনা সভা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২১ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/modhukhali-21-august.jpg

মধুখালী প্রতিনিধি : শনিবার (২১ আগস্ট) ফরিদপুরের মধুখালীতে আখচাষী কল্যাণ সংন্থা ভবনে একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশিলবদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ মধুখালী শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রেনেড হামলায় নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইনজামুমুল হক অনিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ বিশ^াস, পৌর ছাত্রলীগের সভাপতি পাপ্পু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের মানিক সিকদার, মুজাহিদুল ইসলাম প্রমুখ। বিকালে বিভিন্ন মসজিদের নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষমদদে হলেও সেই সব কুশিলবদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচার দাবী জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..