মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী বাজারে পুরাতন ব্যাংক গলি যেটা সোনালী ব্যাংক কামারখালী সতিশ সাহার বিল্ডিং নামে পরিচিত। এই বিল্ডিং এর বয়স প্রায় ১১০ বছর।
লোকমুখে জানা গেল পাকিস্তানী আমলে পাকহানাদার বাহিনীরা এই বিল্ডিং আক্রমন করে গুলিতে ঝাঝরা করে ফেলে। বর্তমাণ এই তিন তলা বিল্ডিং উপরের তলায় ছাদবিহীন চারপাশে দেয়াল আছে। ১ম তলায় কেহই থাকে না। ২য় তলায় শ্রী কুমারেশ সাহা বসবাস করে।
এই বিল্ডিং নোনা ধরে গেছে এই গলি দিয়ে স্কুল, কলেজ , থেকে শুরু করে শত শত সাধারন মানুষ চলাফেরা করে। স্থানীয় সরকার এবং পত্র-পত্রিকায় প্রকাশ করেও এর কোন ব্যবস্থা হচ্ছে না। তাই পুনরায় সকলকে অবগতির জন্য প্রকাশ করা হলো যাতে পুনরায় বিল্ডিং টি ভেঙ্গে মেরামত করার ব্যবস্থা করা হয় তানাহলে যেকোন মুহুর্তে ধসে মানুষের প্রানহানী ঘটতে পারে।