পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় ওমরা পালনকারীদের জন্য পানির বোতল ও খেজুর দান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
সৌদি স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর শুক্রবার তাওয়াফ শুরু করেন তিনি। ওমরাহ শেষে তিনি পবিত্র মদিনায় নামাজ আদায় করেন।
ওমরাহ শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় মদিনায় ওমরা পালনকারী ধর্মীয় মুসলিম পুরুষ ও মহিলাদের জন্য পানির বোতল ও খেজুর দান করছেন তিনি।
তার স্ত্রী সাথে রয়েছেন। মদিনায় ওমরা পালন শেষে ৭ সেপ্টেম্বর মক্কায় যাবেন এবং ১৫ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।