× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

নিউজ ডেক্স

ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির বৈঠক এত সহসা হচ্ছে না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির বৈটক এত সহসা হচ্ছে না

চলমান সংকট সমাধানে কয়েক সপ্তাহ ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একটি ‘নিরপেক্ষ এবং নির্জোট’ দেশ হিসাবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান তিনি। তিনি সংকট নিরসনের জন্য প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলার িইচ্ছা প্রকাশ করেছেন ।

কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, তেমন কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন । তিনি জানান, উপযুক্ত প্রস্তুতির আগে দুই নেতার মধ্যে বৈঠক হলে হিতে বিপরীত হতে পারে।

তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন তার ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে দেখা করতে অস্বীকার করেননি, তবে এরকম কোনো বৈঠক হতে গেলে তার জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে।”

এদিকে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন দফায় বৈঠক শুরু হতে পারে বলে জানানো হয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..