13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভ্রমণ ব্যয় ৫০শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

Palash Dutta
July 2, 2021 11:13 am
Link Copied!

মহামারি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ পরিস্থিতির কারণে ভ্রমণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।

ওই পরিপত্রে বলা হয়, শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে এবং সকল প্রকার ‘রুটিন ভ্রমণ’ পরিহার করতে হবে।

এছাড়া, সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে।

বৈশ্বিক করোনা মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার এসকল সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

 

http://www.anandalokfoundation.com/