13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভ্রমণ পিপাসুদের জন্য মিনি কক্সবাজার খ্যাত নিকলী বেড়িবাধ

admin
June 22, 2018 8:38 am
Link Copied!

আলমগীর হোসেন নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে অবস্থিত, যেখানে গেলে আপনি মুগ্ধ হবেন, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকবেন নদীর অপরূপ জলরাশির দিকে। এই বিশাল জলরাশি, নদীতে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর নদীর তীরে হেটে বেড়ানো, সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন নিকলীতে নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। মূলত এই কারণেই অনেকে নিকলী বেড়িবাধকে বলে থাকেন মিনি কক্সবাজার।

নিকলী বেড়িবাধ পরিদর্শনের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। তখন রাস্তার দুই পাশের নিম্নভূমি, যেখানে অবর্ষায় বিস্তীর্ণ ভূমি জুড়ে ধানের চাষ করা হয়, সবই নদীতে পানিতে তলিয়ে যায়। সে এক দেখার মতো দৃশ্য। শুকনায়ও এর সৌন্দর্যের কমতি নেই। তখন দেখা যাবে  নদীর শান্ত রূপ। একটা সন্ধ্যায় নিকলী বেড়িবাধে নদীতে সূর্যাস্ত দেখলে পরবর্তী একশোটা সন্ধ্যার কথা মনে থাকবে। নিকলী বেড়িবাধে (মিনি কক্সবাজার খ্যাত) প্রচুর মানুষ এখানে আসছে, ঘুরছে। স্পীডবোট, ট্রলার অথবা নৌকা নিয়ে নদীর বুকে ভেসে বেড়াচ্ছে অনেকেই।

http://www.anandalokfoundation.com/