শীতের সকালে ভোট কেন্দ্রে ভিড় করেছে বৃদ্ধ, যুবক ও তরুস সমাজ। দেশের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের ভোট দিতে হবে। লাঠিতে ভর করে বৃদ্ধ ব্যক্তিও ভোট দিতে এসেছে। দেখে উৎসাহ আর মনোবল বেড়েছে হৃদয়ে বললেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আজ রবিবার(৩০ ডিসেম্বর) সকালে স্ত্রী হামিদা ও মেয়ে সারাকে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন ড. কামাল। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, এ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমাদের এজেন্টদেরকে বের করে দেয়া হচ্ছে। বাঁধা প্রদান করা হচ্ছে। এঘটনাগুলো দুঃখজনক। এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।