× Banner

ভুয়ো নাম ব্যবহার ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

বিরাট কোহালি। এই নামেই ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনকে চেনেন আপনি। কিন্তু বিরাট নাকি ভুয়ো নাম ব্যবহার করেছিলেন। আর এ ঘটনা ঘটেছিল তাঁর বিয়ের সময়। এতদিন পর সে কথা প্রকাশ্যে ঘোষণা করলেন অনুষ্কা শর্মা

২০১৭-র ডিসেম্বরে ইতালিতে বিরাট-অনুষ্কার বিয়ে ছিল চর্চার বিষয়। স্বপ্নের সে বিয়ের অনুষ্ঠান নিয়ে মিডিয়ার যেমন উত্সাহ ছিল, তেমনই সাধারণ দর্শকও প্রিয় তারকাদের বিয়ের খবর জানতে আগ্রহী ছিলেন। সে সময়ই নাকি নিজের নাম বদলে ফেলেছিলেন বিরাট।

সম্প্রতি এক সাক্ষাত্কারে অনুষ্কা জানিয়েছেন, নিজেদের বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন তাঁরা। সে কারণে ভুয়ো নাম, ভুয়ো পরিচিতি ব্যবহার করেছিলেন। কেটারিং, বিয়ের ভেনু বুক করার সময় নিজের নাম ‘রাহুল’ বলেছিলেন বিরাট। পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু ছাড়া কাউকে জানতে দেননি ইতালিতে কাদের বিয়ে হতে চলেছে। নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ করেছিলেন বলে জানিয়েছেন অনুষ্কা।


এ ক্যটাগরির আরো খবর..