বিরাট কোহালি। এই নামেই ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনকে চেনেন আপনি। কিন্তু বিরাট নাকি ভুয়ো নাম ব্যবহার করেছিলেন। আর এ ঘটনা ঘটেছিল তাঁর বিয়ের সময়। এতদিন পর সে কথা প্রকাশ্যে ঘোষণা করলেন অনুষ্কা শর্মা।
২০১৭-র ডিসেম্বরে ইতালিতে বিরাট-অনুষ্কার বিয়ে ছিল চর্চার বিষয়। স্বপ্নের সে বিয়ের অনুষ্ঠান নিয়ে মিডিয়ার যেমন উত্সাহ ছিল, তেমনই সাধারণ দর্শকও প্রিয় তারকাদের বিয়ের খবর জানতে আগ্রহী ছিলেন। সে সময়ই নাকি নিজের নাম বদলে ফেলেছিলেন বিরাট।