একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং।
আজ সোমবার শেরিং এ অভিনন্দন জানান। ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামীলীগ ২৮৮ আসন পেয়ে বিজয় লাভ করেন। দলটি তৃতীয় বারের মতো বিজয়ী হয়ে নির্বাচনে চ্যাম্পিয়ান হয়ে সরকার গঠন করতে চলছে।
দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও নেতাকর্মীদের ব্যাপক প্রচারনার ফলে বিরোধী পক্ষকে বড় ব্যবধানে পরাজিত করেছে।