স্টাফ রিপোটার: দুই বন্ধু ছেলেবেলায় সিদ্ধান্ত নিয়েছিলো, বড় হয়ে ভিক্ষুকদের জন্য কিছু করবে। পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু করে তারা। দুই বন্ধু ও একদল ভিক্ষুকের গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পে ব্যাক’।
তৌফিক আক্তার শান্ত নিজের লেখা কাহিনিতে ছবিটি পরিচালনা করছেন, এর অধিকাংশ অভিনয়শিল্পী মঞ্চের। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাকার বকুল, তৌফিক আক্তার শান্ত ও টোকাই থিয়েটারের শিশুশিল্পীরা।
পে ব্যাক ছবিটি নিয়ে বাকার বকুল বলেন, পুরোপুরি ভিন্ন ধাঁচের গল্প। এমন কাহিনি নিয়ে তেমন একটা কাজ হয়নি। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।
সম্প্রতি ছবিটির দৃশ্যধারণ হয়েছে কুষ্টিয়ার শিলাইদহে। অচিরেই ইউটিউবে উন্মুক্ত করা হবে ‘পে ব্যাক’।