× Banner

সিপন রানা, ভালুকা প্রতিনিধি

ভালুকায় অর্থ আত্মসাৎ এর অভিযোগে পুত্রের বিরুদ্ধে পিতার মানববন্ধন

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
valuka

আজ ভালুকা উপজেলা পরিষদের সামনে সুলতান মিয়া নামের এক বাবা তার নিজের সন্তানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে মানববন্ধন করেন। এ সময় ভালুকা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অভিযোগকারী সুলতান মিয়া  অভিযোগ করেন তার ছেলে এস এম জাহাঙ্গীর আলম তার অসুস্থতার  সুযোগ নিয়ে চিকিৎসার জন্য বিক্রি করা জমির কষ্টার্জিত  জমানো ২২ লক্ষ টাকা মিথ্যা প্ররোচনার মাধ্যমে হাতিয়ে নেয়। তিনি এ বিষয়ে প্রতিকার চেয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন,যার তদন্ত চলমান।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ জানায় এস এম জাহাঙ্গীর আলম সাধারণ নাগরিককে হয়রানি মুলক মামলা,জমি দখলের মতো প্রতারণামুলক কাজের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। জাহাঙ্গীর আলমের পিতাসহ সর্বস্তরের জনগন তার শাস্তি দাবী করছেন। খোঁজ নিয়ে জানা যায় এস এম জাহাঙ্গীর আলম ভালুকায় সাংবাদিকতা পেশার সাথে জড়িত।


এ ক্যটাগরির আরো খবর..