কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে। তার ওপর সভাপতি-সম্পাদক দুইজনই ভারপ্রাপ্ত। এরমধ্যে কারও বালুমহাল কান্ডে পদ স্থগিত, কেউ নি¯ৃ‹য়, এমনকি শীর্ষ পদের কেউ মারাও গেছেন। এভাবেই চলছে বরিশাল মহানগর ও জেলা যুবদলের কার্যক্রম।
দলীয় সূত্রে জানা গেছে, যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনে উদ্যোগ না নেওয়ায় যেমন নতুন নেতৃত্ব তৈরি হয়নি, তেমনি নানা কারণে ভারাক্রান্ত হয়ে পরেছেন ভারপ্রাপ্তরাও। এ পরিস্থিতিতে নতুন কমিটি দেওয়ার আলোচনায় পুরোনোরাই প্রাধান্য পাচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। ফলে নতুন নেতৃত্বে আসার পদ প্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের ২৭ এপ্রিল বরিশাল জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠণ করা হয়। ওই সময় মহানগর যুবদলের সভাপতি ছিলেন আক্তারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক ছিলেন মাসুদ হাসান মামুন। পরে শামীমকে অব্যাহতি দিয়ে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাসুদ রাঢ়ীকে। তিনি বালুমহাল কেলেঙ্কারিতে পদ হারিয়েছেন। ২০২০ সালে মহানগরের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনকে বহিস্কার করা হলে মাজহারুল ইসলাম জাহানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।
এ ব্যাপারে মহানগর যুবদলের সভাপতি প্রার্থী ও পূর্বে সাধারণ সম্পাদক থেকে বহিস্কার হওয়া মাসুদ হাসান মামুন বলেন, খুব শীঘ্রই কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। তবে নেতৃত্বে কারা আসবেন তা সিদ্ধান্ত নিবেন কেন্দ্রেীয় নেতৃবৃন্দরা। অপর সভাপতি প্রার্থী মাজহারুল ইসলাম জাহান বলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি লন্ডনে যাচ্ছেন। হয়তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি সাপেক্ষে দেশে ফিরে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এ পরিস্থিতিতে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন-মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মুন্না, সাবেক ছাত্রনেতা অহিদুল ইসলাম রুবেল, রিয়াজুর রহমান রিয়াজ ও রফিকুল ইসলাম জনি।
সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রত্যাশী অহিদুল ইসলাম রুবেল বলেন, বয়সের কারণে বিএম কলেজ এবং মহানগর ছাত্রদল থেকে বাদ পরেছি। ২০ বছর ধরে পদবিহীন অবস্থায় দলের কর্মী হিসেবে কাজ করছি। আমি মনে করছি, যুবদলে নতুন নেতৃত্ব সৃষ্টি হোক যুবদল কর্মীদের দিয়েই। তিনি আরও বলেন, গুঞ্জন উঠেছে বিএনপি নেতারা যুবদলের নেতৃত্বে আসতে চাচ্ছেন। যদি এমনটা হয় তাহলে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।
যুবদলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল একীভূত করে জেলা কমিটি গঠিত হচ্ছে। যে কারণে জেলায়ও প্রতিদ্বন্ধীতা বেড়েছে। তবে আগে যারা পদে ছিলেন, তাদের শীর্ষ নেতৃত্বে রেখেই নতুন কমিটি করার তোড়জোড় চলছে। সূত্রমতে, ২০২১ সালে যুবদলের বরিশাল জেলা (দক্ষিণ) শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন পারভেজ আকন বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন এইচএম তসলিম উদ্দিন। ২০২১ সালে বিপ্লবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হন মামুন রেজা খান।
জানা গেছে, জেলা যুবদলের সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং উত্তরের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ। অপরদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন-জেলা যুবদলের (উত্তর) যুগ্ম আহবায়ক কায়সার আহমেদ ও জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।
জেলার সভাপতি প্রার্থী গোলাম মোর্শেদ মাসুদ বলেন, উত্তর ও দক্ষিণ যুবদল এক করার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্র। যে কারণে জেলা যুবদলের নেতৃত্বে আসা আমাদের অধিকার। তিনি আরও বলেন, সামনে নির্বাচন। যে নেতারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুবিধাবাদীতে ছিল, তারা যেন যুবদলের কমিটিতে আসতে না পারে।
নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, যুবদলের নতুন কমিটি গঠনের কথাবার্তা চলছে। শীঘ্রই কেন্দ্র থেকে কমিটি প্রকাশ করা হবে। যুবদলের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে নবীন এবং পুরোনোদের সমন্বয়ে যাতে কমিটি গঠণ করা হয় সে বিষয়ে আহবান জানানো হবে।
এ ব্যাপারে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আন্দোলন সংগ্রামের কারণে দীর্ঘদিন সাংগঠনিকভাবে যুবদলকে ঢেলে সাজানো সম্ভব হয়নি। যখনই উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই কোনো না কোনো কারণে দেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় কাউন্সিল পিছিয়ে গেছে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যুবদলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে বিভাগীয় শহরগুলোতে সাংগঠনিক সফর শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় খুব শীঘ্রই সব জেলায় কাউন্সিলের মাধ্যমে যুবদলের নতুন নেতৃত্ব সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।