ভারত–বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, ইতিমধ্যেই অধিগৃহীত জমি আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে অবিলম্বে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর হাতে তুলে দিতে হবে।
এই নির্দেশ কার্যকর হবে রাজ্যের ৯টি সীমান্তবর্তী জেলা জুড়ে, যেখানে দীর্ঘদিন ধরে জমি হস্তান্তর নিয়ে প্রশাসনিক টালবাহানা ও রাজনৈতিক জটিলতার অভিযোগ উঠছিল। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে— জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।
শুধু ইতিমধ্যেই অধিগৃহীত জমি নয়, যে সব এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনও চলছে, সেগুলিও একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অর্থাৎ, সীমান্তে কাঁটাতার বা ফেন্সিং বসানোর কাজ আর কোনোভাবেই বিলম্বিত করা যাবে না।
আদালত জানিয়েছে, এই নির্দেশ কার্যকর হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিষয়টি এপ্রিল ২০২৬-এ পুনরায় তালিকাভুক্ত করা হবে।
আইনজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই রায় রাজ্য সরকারের জন্য বড় চাপ তৈরি করল এবং সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আরও জোরালো হবে।
এ ক্যটাগরির আরো খবর..