নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা শহরের নওগাঁ সেবাশ্রম সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপধ্যায়।
গতকাল সোমবার দুর্গাপূজার মহানবমীর দিন দুপুর ১২টার দিকে অভিজিৎ চট্টোপধ্যায় নওগাঁয় সেবাশ্রম সংঘের পূজামণ্ডপ পরিদশন করেন। এ সময় তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে ভারতীয় সহকারী হাই কমিশনার শহরের কালিতলা, আখড়াবাড়ী, পার নওগাঁ, ফাইভ স্টারসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার সামিউল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইলসলামসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতারা।
ভারতীয় হাই কমিশনার বিকেলে রাজশাহীর উদ্দেশে নওগাঁ ত্যাগ করেন।