বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০১৩ সালের ডিসেম্বর যাত্রা শুরু করে দ্রুত জনপ্রিয় পাওয়া ভাইবারের বর্তমানে বিশ্বব্যাপী ৬০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে।
ব্যবহারকারীদেরকে নানা উন্নত সুবিধা দিতে বরাবরই নতুন নতুন ফিচার নিয়ে আসে ভাইবার। তারই ধারাবাহিকতায় এবার ভাইবারের নতুন সংস্করণে দুইটি নতুন ফিচার নিয়ে আসা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনের জন্য ভাইবারের নতুন সংস্করণটিতে যুক্ত করা হয়েছে, অন্যের কাছে পাঠানো মেসেজটি মুছে ফেলার সুবিধা। অর্থাৎ কাউকে মেসেজ পাঠানোর পর যদি মনে করেন, মেসেজটি তার মোবাইল থেকে মুছে ফেলা দরকার, তাহলে নিজের মোবাইল থেকেই অন্যের মোবাইলে পাঠানো মেসেজটি মুছে ফেলা যাবে।
ভাইবারের তথ্য মতে ‘এখন আপনার নিজের এবং গ্রাহকের উভয় ফোন থেকেই মেসেজ মুছে ফেলা যাবে। নতুন ফিচারটি উভয় ডিভাইসের তথ্য মুছে ফেলতে কাজ করবে। ব্যক্তিগত চ্যাটিং, গ্রুপ চ্যাটিং এবং পাবলিক চ্যাটিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।’
নতুন সংস্করণটিতে মেসেজ মুছার সময় জিজ্ঞেস করা হবে যে আপনি কি শুধু নিজের ডিভাইসের মেসেজ মুছে ফেলতে চান ‘Delete for myself’ নাকি অন্যদেরটাও ‘Delete for everyone?’ এই ফিচারের মাধ্যমেই নিজের মোবাইলের পাশাপাশি অন্যের মোবাইলে পাঠানো মেসেজটিও মুছে ফেলা যাবে।
এছাড়াও ভাইবারের নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে চ্যাটিংয়ে ফাইল অ্যাটাচমেন্ট সুবিধা। সর্বোচ্চ ২০০ মেগাবাইট পর্যন্ত সাইজে প্রতিটি ফাইল পাঠানো যাবে।