ইউক্রেনের মাটিতে এবার ব্রিটেনের ‘নাশকতা বিশেষজ্ঞ’ দলের তথ্য দিল রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে ব্রিটেনের বিখ্যাত বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিসেস (এসএএস) এর কমপক্ষে ২০ জনের দুটি গ্রুপ ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা করছে।
ব্রিটিশ বিশেষ বাহিনীর এই কর্মীরা সম্ভবত রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ‘নাশকতামূলক গোষ্ঠীর কার্যকলাপ সমন্বয় করছে’। ইউক্রেনীয় কমান্ডারদের মতে এসএএস সৈন্যরা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) বাহিনী গোপন মিশনের জন্য সুপরিচিত। এই বাহিনী জিম্মি পুনরুদ্ধার, শত্রু সনাক্তে বিশেষ এলাকায় সামরিক পর্যবেক্ষণ এবং সন্ত্রাসবাদ বিরোধীর বিভিন্ন কাজ করে থাকে।