13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের সুদহার এক অংকে অর্থাৎ ৯শতাংশের মধ্যে আসতে সময় লাগবে

admin
July 11, 2018 8:11 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  সব ব্যাংকের ঋণের সুদহার এক অংকে অর্থাৎ ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ (বুধবার) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন ‘এ টার্গেটটাই কঠিন ছিল। আমি বোধ হয় তখনই বলেছিলাম এটি যত জলদি করা যায়। কারণ এতো কুইকলি করা সব ব্যাংকের পক্ষে সম্ভব নয়।

কিছু কিছু ব্যাংক এটি বাস্তবায়ন করেছে, কিছু কিছু ব্যাংক এখনও করেনি, এতে করে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না? -জানতে চাইলে তিনি বলেন, না বিশৃঙ্খলা হবে না। বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখভাল করবে।’ গত ১ জুলাই বেসরকারি ব্যাংকের ঋণের বিপরীতে সর্বোচ্চ ৯ শতাংশ ও আমানতে ৬ শতাংশ সুদ কার্যকরের কথা। কিন্তু ১০ দিন হয়ে গেলেও বেশিরভাগ ব্যাংক এখনও নির্দেশনা মানেনি।

চলতি সপ্তাহে এসব ব্যাংক ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমানতের সুদহার কমানোর জন্য সরকারি ব্যাংকগুলো তাদের আমানত বেসরকারি ব্যাংক থেকে তুলে নিচ্ছে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ হয়তো উঠাবে। এটা তাদের ব্যবসার ব্যাপার।

http://www.anandalokfoundation.com/