বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনেক বেশি ব্যক্তিগত গোপনীয় তথ্য ফাঁস করেছে এ বছরে হ্যাকাররা। বছরটা শুরুর কয়েক সপ্তাহ আগেই খ্যাতনামা সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেম হ্যাক করে হ্যাকারা। গত বছরের শেষের দিকে ঘটা এই ভয়াবহ হ্যাকিংয়ের রেশ ছিল এ বছরের শুরুতেও।
হ্যাকাররা সনি পিকচার্সের কয়েক লাখ নথি, প্রায় ২ লাখ ইমেইল, নতুন সিনেমার স্ক্রিপ্ট, নারী-পুরষ তারকাদের পারিশ্রমিক বৈষম্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিব্রত বিষয়গুলো অনলাইনে ফাঁস করে দেয়। এ ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় সনি পিকচার্স। এছাড়া এ বছরের এপ্রিলে সনি হ্যাক-সংক্রান্ত বিপুল নথির একাংশ প্রকাশ করে উইকিলিকস।
সনি পিকচার্সের পাশাপাশি এ ঘটনা উত্তেজনা সৃষ্টি করে দুটি দেশের রাষ্ট্র পর্যায়েও। এ ঘটনার পেছনে উত্তর কোরিয়া জড়িতে বলে অভিযোগ করে হুশিয়ার উচ্চারণ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এটা এক ধরনের সাইবার বর্বরতা এবং এর জন্য চড়া মূল্য দিতে হবে। আমরা এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
সনি পিকচার্স হ্যাক হওয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখেছে হ্যাকারদের হাতে বিশ্বের অন্যতম সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র প্রতিষ্ঠানটির বেকায়দায় পড়া ও বিব্রত হওয়া, যেখানে প্রযুক্তি বিশ্বেও বড় একটা অবস্থান রয়েছে সনির।
২০১৫ সালের পুরো বছরটা জুড়েও হ্যাকারদের দৌরাত্বে অনলাইনে ফাঁস হয়েছে লাখ লাখ ব্যক্তিগত তথ্য, অফিসিয়াল তথ্য। এর মধ্যে থেকে আলোচিত কয়েকটি হ্যাকিংয়ের ঘটনা এ প্রতিবেদনে তুলে ধরা হলো।
১. বিশ্বের অনত্যম শীর্ষ ডেটিং সাইট অ্যাশলে মেডিসন হ্যাক হওয়ার ঘটনাটি এ বছরে বিশ্ববাসী দেখেছে ধীরে ধীরে একটি গাড়ি দূর্ঘটনার দিকে এগিয়ে যাওয়ার ঘটনার মতো।
বিবাহিত নারী-পুরুষদের পরকীয়া সম্পর্কের জন্য বেশ জনপ্রিয় অ্যাশলে ম্যাডিসন ডটকম সাইটটি। এই সাইটটি বিবাহিত নারী-পুরুষের পরকীয়ার সঙ্গী বা সঙ্গিনী ঠিক করে দেয়। তার বিনিময়ে টাকা নেয়। বিশ্বের ৫০টির মতো দেশের বিবাহিত নারী-পুরুষ পরকীয়ার সম্পর্কের জন্য এই ডেটিং সাইটটি ব্যবহার করে।
এ বছরের জুলাইতে ‘ইমপ্যাক্ট টিম’ নামক একটি হ্যাকার সংগঠন অনৈতিক সম্পর্কের সাইট অ্যাশলে মেডিসন বন্ধ করার জন্য এর কর্তৃপক্ষকে কয়েকবার হুমকি দেয়, অন্যথায় হ্যাক করা হবে বলেও জানায়। কিন্তু ওয়েবসাইটটির কর্তপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায়, সাইটটি হ্যাক করে তথ্য হাতিয়ে নেয় হ্যাকার সংগঠনটি। এতে আতংকে পড়ে সাইটটির ৩০ মিলিয়ন ব্যবহারকারী।
কেননা ক্রেডিট কার্ডের নম্বর চুরির চেয়ে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা দেয়া হয় কিনা, সে আশংকায় পড়ে। এবং হ্যাকাররা সেই আশংকাই সত্যি করে দেখায়। অনলাইনে ফাঁস করে দেয় অনেক ব্যবহারকারীর ব্যক্তিগত পরিচয় ও ঠিকানা। এর ফলে বিশ্বজুড়ে সংসার ভাঙ্গে অনেক মানুষের এবং অবৈধ সম্পর্ক ফাঁস হওয়ায় আত্মহত্যার মতো ঘটনাও ঘটে।
২. এ বছরে হ্যাকাররা আমেরিকার সরকারি তথ্য ভাণ্ডারে সাইবার হামলা চালিয়ে ওপিএম এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে দেশটির দুই কোটি ১৫ লাখ কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মী, চাকরির আবেদনকারী, ফেডারেল কন্ট্রাক্টর ও তাদের লক্ষ লক্ষ পার্টনারদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে এই হ্যাকিংয়ে। এ ছাড়া সাবেক মার্কিন কর্মীদের তথ্যও রয়েছে এর মধ্যে। এসব তথ্যের মধ্যে রয়েছে সোস্যাল সিকিউরিটি নম্বর, বাসস্থান ও শিক্ষাগত যোগ্যতার ইতিহাস, কর্মীদের কাজের ইতিহাস, স্বাস্থ্য, অপরাধ ও আর্থিক ইতিহাস, আঙুলের ছাপ প্রভৃতি তথ্য। হ্যাকিংয়ের এই খবর প্রকাশের পর থেকেই সন্দেহের তীর লক্ষ করা হয় চীনের দিকে। তবে চীনের পক্ষ থেকে এই হ্যাকিংয়ের যে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগকে অস্বীকার করা হয়।
৩. পাসওয়ার্ড সেবাদাতা প্রতিষ্ঠান লাস্টপাস হ্যাক হওয়ার ঘটনাটি এ বছরের অন্যতম বড় পদক্ষেপ হ্যাকারদের। বিভিন্ন পাসওয়ার্ড সহজে একটি সফটওয়্যারে মনে রাখার জন্য কিংবা হ্যাকারদের কবল থেকে পাসওয়ার্ড নিরাপদ রাখার জন্য জন্য বিশ্বব্যাপী পরিচিত যেই প্রতিষ্ঠান, সে নিজেই হয় হ্যাকিংয়ের শিকার।
লাস্টপাস কর্তৃপক্ষ জানায়, হ্যাকাররা তাদের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে এবং ব্যবহারকারীদের ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড রিমাইন্ডার্স আর মাস্টার পাসওয়ার্ডের এনক্রিপটেড ভার্সন অ্যাকসেস করেছে। তবে প্রতিষ্ঠানটি দাবি করে হ্যাকাররা তাদের হাতে সব মাস্টার পাসওয়ার্ডের প্লেইন টেক্সট ভার্সন নিতে সক্ষম হয়নি। কিন্তু কারো মাস্টার পাসওয়ার্ড যদি অনেক বেশি সহজ হয় তবে তা হ্যাকারদের হাতে চলে যেতে পারে। হ্যাকাররা খুব সহজে কম্পিউটার সার্ভারগুলো খুঁজে বের করে অন্যান্য এনক্রিপটেড পাসওয়ার্ডের পাঠোদ্ধার করতে সক্ষম হবে।
এ ঘটনায় এ বছরে দুশ্চিন্তায় পড়ে সফটওয়্যারটির লাখ লাখ ব্যবহারকারী। তবে কী পরিমাণ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে সেটা জানা যায়নি।
তথ্যসূত্র: সি নেট