× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ, মেধাবী শিক্ষার্থী ও গুনিজন সংর্বধনা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় “বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ” এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা ও গুনিজন সংর্বধনা দেয়া হয়েছে।

২৭ জানুয়ারি (শুক্রবার) রাতে “বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ” এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা ও গুনিজন সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পঞ্চগড়-২ অ্যাডঃ নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধার সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি উপাধ্যক্ষ ফজলে বারী সুজা প্রমুখ।
প্রতিষ্ঠান প্রধান রবিউল আলম সাবুলের সভাপতিত্বে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুসহ গুনিজনদের সংর্বধনা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন স্থরের জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে এক মনগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..