এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় “বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ” এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা ও গুনিজন সংর্বধনা দেয়া হয়েছে।
২৭ জানুয়ারি (শুক্রবার) রাতে “বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ” এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা ও গুনিজন সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পঞ্চগড়-২ অ্যাডঃ নূরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধার সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি উপাধ্যক্ষ ফজলে বারী সুজা প্রমুখ।
প্রতিষ্ঠান প্রধান রবিউল আলম সাবুলের সভাপতিত্বে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুসহ গুনিজনদের সংর্বধনা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন স্থরের জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে এক মনগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।