13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দরে ৬ দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে

admin
October 13, 2016 7:10 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি :  বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর টানা ৬ দিন আশুরা ও দুর্গা পূজা উপলক্ষে ছুটির পর বৃহস্পতিবার আমদানি রফতানি শুরু হয়েছে। বন্দর এলাকায় শ্রমিকরা আমদানী রফতানি পন্য লোড -আনলোড করতে সময় পার করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় ভারত থেকে আমদানি পন্য নিয়ে বেনাপোল বন্দরে গাড়ি প্রবেশ করতে দেখা গেছে।

বেনাপোল স্থল বন্দর এলাকা ঘুরে দেখা গেছে বেনাপোল আমাদানি রফতানি বানিজ্যের সাথে সম্প্রক্ত সিএন্ডএফ এজেন্ট কাষ্টমস, ব্যাংক ট্রান্সপোর্ট অফিস খুলেছে।সেই সাথে শ্রমিক ইউনিয়নের অফিস খুলেছে। কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর এলাকায়।

বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস এর নাদিম আহম্মেদ জানান, ছুটি শেষে বন্দওে কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৫ টা পর্যান্ত ১৫০ টি আমদানি পন্যবাহি ট্রাক ভারত বাংলাদেশে প্রবেশ করেছে।

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান ৬ দিনের ছুটি শেষে বন্দর এলাকায় কিছুটা পন্যজট দেখা দিয়েছে।
বেনাপোল স্থল বন্দও দিয়ে প্রতিদিন ৩/৪ শত পন্যবাহি ট্রাক আমাদনি পন্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বেনাপোল দিয়ে ঢাকা থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এ পথ দিয়ে সিংহ ভাগ আমদানি রফতানি হয়ে থাকে।

http://www.anandalokfoundation.com/