13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দরে সরানো হলো পুরনো ব্যানার-ফেস্টুন

admin
January 29, 2019 5:33 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অবশেষে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা থেকে সরানো হয়েছে পুরনো ফেস্টুন ও ব্যানার।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্থলবন্দর কর্তৃপক্ষের নির্দেশে পরিচ্ছন্নকর্মীরা পুরনো এসব ফেস্টুন-ব্যানার সরিয়ে নেয়।
এর আগে গত সোমবার (২৮)জানুয়ারী   ‘মন্ত্রী বদল হলেও বেনাপোলে সরেনি শুভেচ্ছার পুরনো ব্যানার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।একটি সংবাদ মাধ্যমে ।
পুরনো ফেস্টুন ও ব্যানার সাঁটানো নিয়ে বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস জানিয়েছিলেন বিষয়টি তিনি দেখবেন।
এদিকে সকাল ৯টায় বেনাপোল স্থলবন্দর প্রশাসনিক ভবন ও প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে গিয়ে দেখা যায়, বন্দরের পরিচ্ছন্নকর্মীরা বন্দরের বিভিন্ন স্থাপনায় সাঁটানো ছয়মাস আগের পুরনো ব্যানার ও ফেস্টুন নামিয়ে ফেলছেন।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারে নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন এলেও দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ঝুলছিল সাবেক মন্ত্রীকে আগমন জানিয়ে ফেস্টুন-ব্যানার। এতে অনেকে বিভ্রান্তিতে পড়ছিলেন। এছাড়া বিশেষ কিছুদিনের পুরানো ব্যানার ফেস্টুন দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় তা বন্দরের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছিলো।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস বন্দরের প্রশাসনিক ভবনের সামনে থেকে পুরনো ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
http://www.anandalokfoundation.com/